Logo

সারাদেশ

চাঁদপুর-ঢাকা রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫২

চাঁদপুর-ঢাকা রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর-ঢাকা রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পরিচালক পদ্মা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ‘আল আরাফাহ লিমিটেডের চাঁদপুর-ঢাকা রুটে কোনো বৈধ রুট পারমিট নেই। তাদের চাঁদপুরে যাত্রী বহনেরও অনুমোদন নেই। তবে বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তারা এ সার্ভিস চালু রেখেছিল এবং বর্তমানেও একই পদ্ধতিতে অবৈধ বাস সার্ভিস অব্যাহত রেখেছে। তাদের টার্মিনাল ও কাউন্টার স্থাপনেরও বৈধ অনুমতি নেই।’ এতে করে প্রায় ২৫ বছরের ঐতিহ্যবাহী ‘পদ্মা বাস সার্ভিস’ ধ্বংসের মুখে পড়তে চলেছে বলে তারা দাবি করেন।

পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পরিচালক সুমন মিজি ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, ‘আমাদের দাবি না মানলে আমরা পরিবহন বন্ধ করে দেব।’ তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবহন নেতা সফিকুর রহমান, মোহাম্মদ সুমন, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, আব্দুর রশিদ, নূরে আলম, দেলোয়ার হোসেন, আ. রশিদ প্রমুখ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর