Logo

সারাদেশ

সোনাগাজীতে ‘ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজ’ উদ্বোধন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪

সোনাগাজীতে ‘ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজ’ উদ্বোধন

ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী সদর ইউনিয়নের উপকূলীয় এলাকার মনগাজীতে ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) মনগাজী ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজ কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আবুল কাশেম। 

হাফেজ আহমদ করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা হাফেজ আহমদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, রেইনবো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. খন্দকার নাজমুল হক, ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ  মাওলানা মাহমুদুল হক, এনায়েত উল্লাহ মহিলা কলেজের সাবেক অধ্যাপক নিতাই চরণ ভৌমিক।

মাস্টার বেলাল হোসেনের সঞ্চালনা অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুদ্দিন, সদস্য আবদুল মান্নান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোনাগাজী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এ এসএম বদরুদ্দোজা, সোনাগাজী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কলিম উল্লাহ, ইঞ্জিনিয়ার ফজলুল হক, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হোসাইন আহমেদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল আবেদীন, মাওলানা জিয়াউল হক ও আবদুল্লাহ ফারুক।

প্রধান অতিথি বলেন,‘ জীবন বদলাতে শিক্ষার কোনো বিকল্প নেই, আমরা মানুষ হিসেবে আমাদের চিন্তারও পরিবর্তন ঘটাতে হবে। তাহলে আমাদের দেশেরও পরিবর্তন ঘটবে। দেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে। এ জন্য প্রয়োজন আদর্শ মানের শিক্ষক এবং মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান।’

তিনি আরো বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কোটি টাকার জায়গা দিয়ে, ভবন নির্মাণ করে এলাকায় শিক্ষার আলো ছড়াতে এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এতে অত্র এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করো শিক্ষার আলো ছড়াতে ও এলাকার উন্নয়নে এগিয়ে আসবে বলে আমি মনে করি। উপকূলীয় এলাকায় এ শিক্ষা প্রতিষ্ঠান এলাকার সাধারণ ও গরীব পরিবারের শিক্ষার্থীরা এখন থেকে দূর দূরান্তে গিয়ে কষ্ট করে পড়াশোনা করতে হবে না কারন বাড়ীর পাশে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আগামীতে এলাকার মানুষ সহযোগিতা করলে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতার উদ্দেশ্য হাসিল হবে।’

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফেজ আহমদ করিম তার বক্তব্যে বলেন, ‘আমি ও আমার পরিবারের সবাই আমেরিকার বসবাস করি। আমার নিজ এলাকায় সোনাগাজী সদর ইউনিয়নে দীর্ঘ দিন কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এ ইউনিয়নের শিক্ষার্থীরা দূর দূরান্তে গিয়ে কষ্ট করে পড়াশোনা করতে হয়। ছাত্র-ছাত্রীদের কষ্টের বিষয়টি মাথায় রেখে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে এ প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে।’

এম. এমরান পাটোয়ারী/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর