পটিয়ায় বিয়ের মঞ্চে হাদি হত্যার ন্যায়বিচার দাবি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬
ছবি : বাংলাদেশের খবর
বিয়ের মঞ্চ সাধারণত আনন্দ-উৎসবের কেন্দ্র হয়। কিন্তু চট্টগ্রামের পটিয়ায় এক বিয়ের মঞ্চে দেখা গেছে ব্যতিক্রমী দৃশ্য—বর-কনে হাতে তুলে নিয়েছেন ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড। ন্যায়বিচারের এই প্রতীকী প্রদর্শনী অনুষ্ঠানকে রূপ দিয়েছে এক ধরনের সামাজিক প্রতিবাদের মঞ্চে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে মাসুদুল হক মাসুম ও সাবিনা আক্তার সুমাইয়ার বিবাহোত্তর অনুষ্ঠানে এই দৃশ্য দেখা যায়। বিয়ের স্টেজে দাঁড়িয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার দাবি করেন নবদম্পতি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ওসমান হাদি’, ‘শহীদ হাদির হত্যার বিচার চাই’, ‘জান দেবো, জুলুম দিবো না’, ‘ইনসাফ চাই, যেকোনো মূল্যে’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ লেখা প্ল্যাকার্ড উত্তোলন করেন।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। অনেক ব্যবহারকারী বিয়ের আনন্দের মধ্যেও এমন প্রতিবাদী অবস্থানকে সাহসী ও মানবিক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন।
বর মাসুদুল হক মাসুম বলেন, ‘বিয়ে শুধু ব্যক্তিগত আনন্দের ব্যাপার নয়, সমাজের জন্য আমাদেরও দায়িত্ব আছে। হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি জারি থাকবে।’
নবদম্পতির বন্ধু তারেক বলেন, ‘এই বিয়ে দেখিয়েছে, আনন্দ আর প্রতিবাদ একসঙ্গেও সম্ভব। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আলাদা মঞ্চের প্রয়োজন হয় না।’
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
ইমরান হোসেন মুন্না/এআরএস

