Logo

সারাদেশ

নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২

নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ছবি : বাংলাদেশের খবর

গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে নড়াইলের সদর উপজেলার বিছালী গ্রামে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিছালী স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই লড়াইয়ে নড়াইলসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আনা ২০টির বেশি ষাঁড় অংশ নেয়। প্রতিবার দুটি করে ষাঁড়ের মধ্যে লড়াই অনুষ্ঠিত হয়, যা দেখতে মাঠজুড়ে কয়েক হাজার দর্শক জড়ো হন।

স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্ত থেকে আসা মানুষ ভিড়ের মধ্যেও বিভিন্নভাবে দাঁড়িয়ে লড়াই উপভোগ করেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি মানুষকে বিনোদনের সুযোগ করে দেয়।

আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘মানুষের আনন্দ ও ঐতিহ্য রক্ষার কথা ভেবেই আমরা প্রতি বছর এ আয়োজন করি। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।’

বিছালী গ্রামের ষাঁড়ের লড়াই দেখতে নড়াইল, যশোর, গোপালগঞ্জ ও মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার দর্শক সমবেত হন।

লড়াই দেখতে আসা তারাপুর গ্রামের শাকিল বলেন, ‘যেখানে ষাঁড়ের লড়াই হয়, সেখানে আমরা ছুটে যাই। বিছালীতে এত দর্শকের উপস্থিতি ভাবিনি। গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন হওয়া উচিত।’

মির্জাপুর থেকে আসা আরেক দর্শক বলেন, ‘ডিজিটাল আসক্তি থেকে মানুষকে কিছুটা ফিরিয়ে আনতে এমন ঐতিহ্যবাহী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

কৃপা বিশ্বাস/এআরএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর