Logo

সারাদেশ

জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় গ্রিল কেটে চুরি, স্বর্ণসহ ১০ লাখ টাকার মালামাল লুট

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১১

জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় গ্রিল কেটে চুরি, স্বর্ণসহ ১০ লাখ টাকার মালামাল লুট

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বাড়িওয়ালা খবর দেওয়ার পর বাসায় ফিরে কর্মকর্তা চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ১০ লাখ টাকার মালামাল লুট হয়ে গেছে।

ভুক্তভোগী মেহেদী হাসান (৩৭) সোনালী ব্যাংকের পাঁচবিবি শাখার কর্মকর্তা। তিনি পাঁচবিবি পৌরসভার সরকারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত প্রয়োজনে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে যান। শনিবার সকালে বাড়িওয়ালা তাকে ফোন করে বাসার জানালার গ্রিল ভাঙার কথা জানান। খবর পাওয়ার পর তিনি দ্রুত বাসায় ফিরে দেখেন, ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে এবং আলমারি ও বাক্সের তালা ভাঙা।

মেহেদী হাসান জানান, চোরের দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছে। তারা ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২১ হাজার টাকা নিয়ে গেছে। লুট হওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে তিনি জানান।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং জড়িতদের শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

মাহফুজ রহমান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর