বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে উত্তপ্ত ডোমার-ডিমলা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২৫
ছবি : বাংলাদেশের খবর
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে ডোমার ও ডিমলা উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিএনপির জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর মনোনয়নের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপন ভাগ্নে, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভে নেমেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত চার দিন ধরে ডোমার ও ডিমলা উপজেলায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে সভা, মিছিল, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এতে পুরো এলাকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ডোমার ও ডিমলা উপজেলায় পৃথকভাবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির একপর্যায়ে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
হিমশীতল বাতাস ও কনকনে শীত উপেক্ষা করে সহস্রাধিক নেতাকর্মী রাজপথে নেমে আসেন। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির নারী নেত্রী ও নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণও লক্ষ্য করা গেছে।

সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নীলফামারী-১ আসনে জোট প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং সম্ভাব্য প্রার্থীর জনপ্রিয়তাকে উপেক্ষা করা হয়েছে।
তারা বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। সে কারণেই তাকেই এই আসনে ধানের শীষের প্রার্থী করা উচিত।
বক্তারা আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর উচিত নীলফামারী-১ আসনে জোট প্রার্থী হিসেবে স্বেচ্ছায় সরে দাঁড়ানো। একই সঙ্গে তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনা করে ইঞ্জিনিয়ার তুহিনকে প্রার্থী ঘোষণার জোর দাবি জানান।
সমাবেশ থেকে দাবি আদায়ে আরও কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে নীলফামারী-১ সংসদীয় আসনে জোটের প্রার্থী হিসেবে ঘোষিত খেজুর গাছ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট বর্জনের কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি শান্তিপূর্ণ ও ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও ঘোষণা দেন তারা।
ডিমলা উপজেলার সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরী, অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ স্বপন, যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা সংশ্লিষ্ট জোট শরিকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এআরএস

