Logo

সারাদেশ

১৫ ঘণ্টা ফেরি বন্ধ, পাটুরিয়ায় এক কিলোমিটার যানজট

Icon

আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০

১৫ ঘণ্টা ফেরি বন্ধ, পাটুরিয়ায় এক কিলোমিটার যানজট

ছবি : বাংলাদেশের খবর

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ফেরিঘাট টানা ১৫ ঘণ্টা বন্ধ থাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ফেরি চলাচল শুরু হলেও সারাদিন এই যানজট অব্যাহত থাকে। এছাড়া তিন দিনব্যাপী মানিকগঞ্জের বিশ্ব ইজতেমা শেষে মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফেরার জন্য কয়েকশ গাড়ি পাটুরিয়া ঘাটে জমায়েত হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৫ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।

আফ্রিদি আহম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যানজট জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর