Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ধর্মীয় স্থাপনা ভাঙচুর, উগ্রপন্থি সংশ্লিষ্টতার আশঙ্কা

Icon

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩

ঠাকুরগাঁওয়ে ধর্মীয় স্থাপনা ভাঙচুর, উগ্রপন্থি সংশ্লিষ্টতার আশঙ্কা

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় হযরত বাবা শাহ্ সত্যপীরের মাজার ও পার্শ্ববর্তী কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

আজ ২৭ ডিসেম্বর ভোরে স্থানীয় মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে দেখতে পান মাজারের গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের তিনটি কবর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, এ মাজারে কখনোই কোনো শিরক বা অনৈতিক কার্যক্রম, এমনকি গান-বাজনাও অনুষ্ঠিত হয় না। তাদের দাবি, আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, ‘যেহেতু মাজারে নিয়মিত কোনো বাণিজ্যিক বা সেরেকি কার্যক্রম পরিচালিত হয় না এবং দান বাক্স থেকেও কোনো অর্থ বা মালামাল চুরি হয়নি, তাই প্রাথমিকভাবে এটি চুরির উদ্দেশ্যে নয়। তাই ধর্মীয় উগ্রপন্থিদের ইন্ধনে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি।’

‘ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে’, বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

আবু সালেহ/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর