সীতাকুণ্ডে ধানের শীষের কাণ্ডারী লায়ন আসলাম চৌধুরী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সীতাকুণ্ডে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সীতাকুণ্ডে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র পাওয়ার চিঠি তুলে ধরেন তিনি।
বিএনপির মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা এ মনোনয়নকে গুরুত্বপূর্ণ মনে করছেন। তাদের মতে, লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ডে ধানের শীষের সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও গতিশীল হবে। যা আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মনোনয়নপ্রাপ্তির প্রতিক্রিয়ায় লায়ন আসলাম চৌধুরী বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই আমার রাজনীতির মূল প্রেরণা। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানাই।
মোহাম্মদ জামশেদ আলম/এমবি

