Logo

সারাদেশ

মেহেরপুরে এনসিপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৩

মেহেরপুরে এনসিপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ (গাংনী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাকিল আহমাদ ও মো. সোহেল রানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আনোয়ার হোসেনের কাছ থেকে মেহেরপুর-২ আসনের প্রার্থী সাকিল আহমাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম।

একই দিন দুপুরে মেহেরপুর-১ আসনে প্রার্থী মো. সোহেল রানার মনোনয়নপত্র সংগ্রহ করেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর এনসিপির যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা।

এ সময় মেহেরপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, আশিক রাব্বী, সদস্য (সংগঠন ও দপ্তর) মো. হাসনাত জামান সৈকতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা নির্বাচন অফিসার নূরুল উল্লাহ, যুবশক্তির জেলা কমিটির সদস্য আমির হামজাসহ অন্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

পরবর্তীতে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মেহেরপুরে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ জন প্রার্থীর পক্ষে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আকতারুজ্জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর