বরিশাল অঞ্চলের তিন লঞ্চের রুট পারমিট বাতিল, তদন্ত কমিটি গঠন
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫
চাঁদপুরের মেঘনা নদী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে পৃথক দুটি লঞ্চ দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় বরিশাল অঞ্চলের তিনটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ( ২৭ ডিসেম্বর ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কার্যালয়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)–এর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা শেষে নেতাকর্মীরা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ঝালকাঠিতে ফিরছিলেন। রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের চারজন যাত্রী নিহত হন। ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ এমভি অ্যাডভেঞ্চার-৯ ও এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের রুট পারমিট বাতিল করে।
অন্যদিকে, একই দিন রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী সুন্দরবন-১৬ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। ঘটনার পর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নৌ-পুলিশ বাল্কহেডের দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন-পটুয়াখালীর দুমকি উপজেলার শাকিল আহমেদ (২৪) ও ঝালকাঠির রাজাপুর উপজেলার মোহাম্মদ হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় নৌ-পুলিশ সুন্দরবন-১৬ লঞ্চটি জব্দ করে এবং লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পাশাপাশি বিআইডব্লিউটিএ সুন্দরবন-১৬ লঞ্চের রুট পারমিটও বাতিল করে।
বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার বলেন, `একাধিক লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় অ্যাডভেঞ্চার-৯, সুন্দরবন-১৬ ও এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত কমিটি কাজ শুরু করেছে।’
গাজী আরিফুর রহমান/এনএ

