Logo

সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, রোববার (২৮ ডিসেম্বর) রাত ২টা ১৫ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ওই সময় কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকাকালে মাঝ নদীতে চারটি ফেরি আটকে পড়ে। এতে দুই পাড়ে যানবাহন ও যাত্রীদের ভোগান্তি দেখা দেয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, কুয়াশার তীব্রতা কমে আসায় নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হয়ে আসে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুনরায় ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আফ্রিদি আহাম্মেদ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

লঞ্চ চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর