Logo

সারাদেশ

খুন হওয়া বিএনপি নেতা সাইফুল সর্দারের দাফন সম্পন্ন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬

খুন হওয়া বিএনপি নেতা সাইফুল সর্দারের দাফন সম্পন্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা সাইফুল সর্দারের দাফন সম্পন্ন হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা সাইফুল সর্দারের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা সাইফুল সর্দার। তিনি ওই গ্রামের হবি সর্দারের ছেলে এবং আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। পেশায় তিনি একজন কৃষক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রাম্য বিরোধের জের ধরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত ওই এলাকার জুয়েল মিয়ার নেতৃত্বে সবুজ মিয়া, হাসিব মিয়া, সৈয়দ রাজিব আলী, আইয়ুব মিয়া, নুরু মিয়া, শুভ মিয়া, শাহা সুলতান প্রিন্সসহ একদল সশস্ত্র লোক গভীর রাতে এলাকায় তাণ্ডব চালায়। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রথমে সাইফুল সর্দারের ঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরে পার্শ্ববর্তী ইসমাইল মোল্যার বাড়িতে গিয়ে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার পর আসামিরা এলাকার অন্তত ৭-৮টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল সর্দারকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে গুরুতর আহত ইসমাইল মোল্যা ফরিদপুর মেডিকেল হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আমরা অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।’

মিয়া রাকিবুল/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর