Logo

সারাদেশ

বরিশালে খেলার মাঠ থেকে মাথার খুলি উদ্ধার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১০

বরিশালে খেলার মাঠ থেকে মাথার খুলি উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

বরিশাল নগরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নগরের সিএন্ডবি রোডে অবস্থিত টিটিসির খেলার মাঠে এ ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে টিটিসির খেলার মাঠে খেলতে থাকা কয়েকজন শিশু মাটি খুঁড়ছিল। এ সময় মাটির নিচ থেকে একটি মানুষের মাথার খুলি বের হয়ে আসে। শিশুরা ভয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসে। পরে বিষয়টি স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুলিটি উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, উদ্ধারকৃত মাথার খুলি অনেক পুরোনো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে খুলি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন, খুলি কীভাবে সেখানে এসেছে, এটি কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কি না—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজী আরিফুর রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর