Logo

সারাদেশ

মির্জাপুরে বিদ্যালয়ের বারান্দায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪

মির্জাপুরে বিদ্যালয়ের বারান্দায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার বারান্দা থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের বারান্দার পূর্ব পাশের রডের রেলিং থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, লোকটি রাতে ওই বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন। এসময় একজন নাইট গার্ডও রাতে তাকে ঘুমিয়ে থাকতে দেখেন। ভোর সকালে হাঁটতে গিয়ে কয়েকজন তাকে উচ্চবিদ্যালয়ের বারান্দার বাহির অংশে রেলিং-এ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্য, নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

দেওহাটা ফাঁড়ির আইসি মো. গিয়াস উদ্দিন পিপিএম বলেন, ‘খবর পেয়ে লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে শ্বাসকষ্ট নিরাময়ের ইনহেলার ও ৩০ টাকা পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

রাব্বি ইসলাম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর