Logo

সারাদেশ

ভাঙ্গায় ৩০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২০

ভাঙ্গায় ৩০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রাম থেকে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওবায়দুর (৫২)।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ওবায়দুর আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের ঝাটুরদিয়া থেকে হরিরহাট বাজারগামী সড়কের পাশে ফিরোজ মাতুব্বরের বাড়ির নিকট অবস্থানকালে ওবায়দুরকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘ইয়াবাসহ আটক ওবায়দুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশের এ অভিযানে এলাকায় মাদকবিরোধী সচেতনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয়রা।

ইমরান মুন্সী /এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর