Logo

সারাদেশ

জয়পুরহাটে ৫ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:১৭

জয়পুরহাটে ৫ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে পাঁচবিবি থানার সাধারণ ডায়েরি দায়ের করেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার বাহার উদ্দিন। আর আগের দিনে গভীর রাতে পাঁচবিবির জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, জেলার পাঁচবিবির দানেশপুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় কয়েকটি কাগজের কার্টুন পড়েছিল। টহলদলের সহায়তায় উদ্ধার করে কাগজের কার্টুনগুলো তল্লাশি করেন বিজিবি পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা।

এসময় আর আগুন, এইচ গ্রেফ, একে এল ওয়ান, টাচ্, জিনসা, আল্ট্রা ওয়ানসহ কয়েকটি যৌন উত্তেজক সিরাপ কোম্পানির এক হাজার নয়শত এক বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। যার মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা মাত্র।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোনো মালিকের সন্ধান পাননি কর্তৃপক্ষরা। জব্দকৃত মালিকবিহীন মালামাল (আলামত) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) হেডকোটার্স, জয়পুরহাট এ জমা রয়েছে বলে জানা গেছে।

মাহফুজ রহমান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উদ্ধার অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর