Logo

সারাদেশ

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ ১৭ জনের বিএনপিতে যোগদান

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৪

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ ১৭ জনের বিএনপিতে যোগদান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক এক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ জন বিএনপিতে যোগদান করেছেন। ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক এক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ জন বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যোগদানের বিষয়টি ঘোষণা করেন পিঞ্জরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন।

তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেসহ ১৭ জন বিএনপিতে যোগ দিয়েছেন।

এ সময় আনোয়ার হোসেন বলেন, পিঞ্জরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকণ্ঠ দেউড়ী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ ও হাবি শেখ বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির সব নেতৃবৃন্দের সঙ্গে একত্রিত হয়ে এস এম জিলানীর হাতকে শক্তিশালী করতে মাঠে কাজ করবেন তারা।

রোববার সকালে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যের বিষয়ে আনোয়ার হোসেন বলেন, কিছুদিন আগে তার ছেলে আমীর শেখকে ছাত্রলীগ পরিচয়ে জেলে পাঠানো হয়। বর্তমান পরিস্থিতিতে তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি দাবি করেন, তিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। পরে জাতীয় পার্টির কর্মী-সমর্থক হিসেবে কাজ করেছেন। কখনো আওয়ামী লীগের কর্মী বা সমর্থক ছিলেন না। তবে অন্য যোগদানকারীদের মধ্যে কেউ কেউ আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তাদের নির্দিষ্ট পদ-পদবি সম্পর্কে তিনি অবগত নন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিতসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ।

পলাশ সিকদার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর