Logo

সারাদেশ

বগুড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Icon

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩

বগুড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ছাত্রদল নেতার দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগ নেতা সাকিব খাঁন বিজয়কে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি ও পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত জাহিদুল ইসলাম খাঁনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সংবদ্ধ হয়ে গত ৩০ নভেম্বর মধ্য রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দেয়। এ সময় তারা মুহুমুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিয়ে নাশকতা সৃষ্টি করে।

হঠাৎ ককটেলের বিকট শব্দ শুনে যুবদল ও ছাত্রদলের কয়েক জন নেতাকর্মী বাহিরে এসে প্রতিরোধের চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় এবং প্রাণনাশের চেষ্টা করে।

পরে ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ছাত্রলীগ নেতা সাকিব খান বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিকে রোববার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’

মিনহাজ উদ্দিন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর