শহীদ হাদি হত্যার বিচার দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০০
গাজীপুরের শ্রীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যার বিচার ও মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকাল আড়াইটার দিকে আন্দোলনকারীরা দলে দলে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে জড়ো হতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিকাল ৩টার দিকে একটি বিক্ষোভ মিছিল মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশের পল্লী বিদ্যুৎ মোড়ে এসে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আন্দোলনকারীরা সড়কের একাংশে বসে অবস্থান নেন। ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
বিক্ষোভে বক্তারা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বানে তারা এ কর্মসূচি পালন করছেন। শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও এখনো তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে ধীরে ধীরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

