Logo

সারাদেশ

ফেনীতে ভর্তুকি মূল্যে নিম্নমানের চাল বিক্রির অভিযোগ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩

ফেনীতে ভর্তুকি মূল্যে নিম্নমানের চাল বিক্রির অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্যে পচা, পোকাধরা, দূর্গন্ধযুক্ত ও নিম্নমানের চাল বিক্রির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ক্রেতারা বলছেন, এসব চাল খাওয়ার অনুপযোগী।

গত এক সপ্তাহ ধরে উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নে টিসিবির ডিলাররা নিম্নমানের চাল বিক্রি করছেন। কম দামে পণ্য কিনতে আসা ভোক্তারা পরে দেখছেন, চালের অবস্থা খুবই খারাপ। অনেকে বাধ্য হয়ে পচা চাল নিতে বাধ্য হচ্ছেন।

পরশুরাম পৌরসভার ডিলার মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের কামরুল হাসান বাবু নিম্নমানের চাল বিক্রির কথা স্বীকার করলেও দায় নিতে অস্বীকার করেছেন।

তিনি জানান, উপজেলা খাদ্য গুদাম থেকে যে চাল দেওয়া হয়, সেটাই বিক্রি করা হয়। এ সংক্রান্ত বিষয় ডিলার নজরুল ট্রেডার্স ও মেসার্স আলম ট্রেডার্সকে জানানো হয়েছে, তবে কোনো জবাব পাওয়া যায়নি।

পরশুরাম উপজেলায় ৬ হাজার ৫৭৮ জন কার্ডধারী প্রতি মাসে টিসিবির পণ্য কিনতে পারেন। প্রতি প্যাকেটে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ৫ কেজি চাল দেওয়া হয়। তবে চিনি, ডাল ও তেলের মান তুলনামূলক ভালো থাকলেও চালের মান খুবই খারাপ।

স্থানীয় সুবিধাভোগী জয়নাল বলেন, ‘টিসিবির দেওয়া চাল বাসায় নেওয়ারও অনুপযোগী। কী করব বুঝতে পারছি না।’

অপর ভোক্তা কলিমার মা বলেন, ‘আমরা গরিব মানুষ, বাধ্য হয়ে এই চাল নিচ্ছি।’

নসির আহমেদ নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা আমাদের সঙ্গে প্রতারণা। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।’

চাল সরবরাহকারী ডিলার নজরুল ট্রেডার্সের মালিক আবুল কালাম বলেন, ‘গুদাম থেকে সরকারি চালই আমরা ডিলারদের দিয়েছি। এবারের চাল নিম্নমানের।’

মেসার্স আলম ট্রেডার্সের মালিক নুরুল আলম বলেন, ‘উপজেলা প্রশাসনের স্বাক্ষরে দেওয়া চাল সরবরাহ করেছি। প্রশাসন ব্যবস্থা নিলে সমাধান হবে।’

খাদ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপখাদ্য পরিদর্শক নাজমা বেগম বলেন, ‘চাল আমি রিসিভ করিনি, আগের কর্মকর্তা রিসিভ করেছিলেন। বিতরণ প্রায় শেষ। ভবিষ্যতে ভালো চাল দেওয়ার চেষ্টা করব।’

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সুলতানা বলেন, ‘অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। সামনে ভালো মানের চাল সরবরাহের চেষ্টা করা হবে।’

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর