ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র জমা
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৭
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শামীম রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, হারুন উর রশীদ ট্রুম্যান, তরিকুল ইসলাম কায়েদ, বশীর হাওলাদার, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর গোলাম নবী আলমগীর নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থও গত শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আদিল হোসেন তপু/এআরএস

