ঠাকুরগাঁওয়ে ২৮ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১৪
ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরী হাট এলাকা থেকে ২৮ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৮ বোতল বিদেশি মদ ও তিন চাকার ব্যাটারি চালিত অটো গাড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জুয়েল ইসলাম (২৫) ও আল আমিন (৪৫)।তাদের বাড়ি ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হোসেন জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন অনুযায়ী মামলা হবে।’
ডিবি পুলিশ জানায়, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’
আবু সালেহ/এনএ

