হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
গাজী আরিফুর রহমান, বরিশাল
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২০
ছবি : বাংলাদেশের খবর
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারা দেশে চলমান প্রতিবাদের ধারাবাহিকতায় উত্তাল হয়ে উঠেছে বরিশাল। ইনকিলাব মঞ্চের ডাকে রোববার (২৮ ডিসেম্বর) বেলা তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা বরিশাল নগরীর নথুল্লাবাদ মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়কটি আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল।
অবরোধকালে বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান দেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, ‘হাদি বাংলার সাধারণ মানুষের কণ্ঠস্বর ছিলেন। তার হত্যার বিচার নিশ্চিত করার জন্য আমাদের এই অবরোধ শুধু আজকের জন্য নয়। যতদিন না বিচার নিশ্চিত হবে, ততদিন আমাদের লড়াই চলবে। দ্রুত বিচার আদায়ে প্রয়োজন হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে প্রস্তুত।’
আন্দোলনে অংশগ্রহণকারী মহসিন উদ্দিন বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা রাজপথে নেমেছে। আমাদের একটাই দাবি-অনতিবিলম্বে হত্যাকারী ও ষড়যন্ত্রে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
এআরএস

