মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র দাখিল
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারসহ দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে প্রথমে স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। পরে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে এখন পর্যন্ত মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ৭৯০ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৫০৪ জন এবং অন্যান্য শ্রেণির ভোটার ২ জন। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ২৯৬ জন।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বলেন, দলীয় মনোনয়ন পেয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে বিজয়ী হলে বেকারত্ব নিরসন এবং শিবচরকে মাদকমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে জানান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন প্রশাসনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রার্থীরা ধারাবাহিকভাবে মনোনয়নপত্র দাখিল করছেন।
মো. খলিল মিয়া/এইচকে

