Logo

সারাদেশ

স্মৃতি আর মিলনের উৎসবে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি

Icon

সুমন হোসেন, শিবালয় (মানিকগঞ্জ)

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:১১

স্মৃতি আর মিলনের উৎসবে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি

ছবি : বাংলাদেশের খবর

স্মৃতিচারণ, মিলন আর উৎসবের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর (প্লাটিনাম জুবিলি) পূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এ উৎসবে প্রায় চার হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথির সমাগম ঘটে। সকালে বর্ণাঢ্য র‌্যালি, পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হজরত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মহিদুর রহমান কাজল।

সাবেক শিক্ষক বিষ্ণুচরণ বিশ্বাস, শামছুল আলম ও প্রাক্তন শিক্ষার্থী সত্যেন কান্ত পণ্ডিত ভজন, মিজানুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ও নাসির উদ্দিনসহ অনেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

উৎসবে দীর্ঘদিন পর সহপাঠীদের মুখোমুখি হয়ে অনেকে আবেগাপ্লুত হন। পুরনো স্মৃতি আর আড্ডায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাফাওয়ান, পড়শী এবং অ্যাসেস ব্যান্ডের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে উৎসবের।

উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ১৯৮৭ সালের ৪ ফেব্রুয়ারি সরকারিকরণ করা হয়। প্রতিষ্ঠানটি থেকে পাস করা বহু শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিচ্ছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর