Logo

সারাদেশ

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

Icon

মণিরামপুর(যশোরে)প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

যশোরের মণিরামপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৫৫) নামে এক জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী কামরুজ্জামান।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান।

নিহত শরিফুল ইসলাম মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া রাজগঞ্জ বাজারে তার একটি হোমিও চিকিৎসা কেন্দ্র রয়েছে।

আহত কামরুজ্জামান একই গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম ও কামরুজ্জামান উপজেলার জালঝাড়া জামায়াতে ইসলামী পার্টি অফিসের একটি কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মণিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পাকা সড়কে ছিটকে পড়েন। এতে দু’জনই বুকে ও মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘হাসপাতালে আনার পর শরিফুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।’

আজ সোমবার যোহরবাদ হানুয়ার মাদ্রাসার মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

জাহাঙ্গীর আলম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর