ভালুকায় শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ২৬
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:২১
ময়মনসিংহের ভালুকা উপজেলায় কারখানার শ্রমিক বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৬ জন শ্রমিক আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের ভালুকা উপজেলায় কারখানার শ্রমিক বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৬ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কাজে যোগ দিতে যাওয়ার পথে ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটি ভালুকা উপজেলার মেদুয়ারী এলাকায় অবস্থিত গ্রীন টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকদের বহন করছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসটিতে আনুমানিক ৩৫ জন শ্রমিক ছিলেন। চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসে থাকা বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠান। গুরুতর আহত দুই শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজন মারা যান। অপরজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত অন্য শ্রমিকদের প্রথমে গ্রীন টেক্সটাইল লিমিটেডের নিজস্ব মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মো. সুমন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এতে একজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রোমান আহমেদ নকিব/এমবি

