শিবালয়ে জাটকা সংরক্ষণে সচেতনতামূলক সভা
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৫
‘জাটকা মাছ রক্ষা পেলে বারো মাস ইলিশ মেলে’ এই স্লোগানকে ধারণ করে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাট মাৎস্য আড়তে ২০২৫- ২০২৬ অর্থ বছরে জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার আরিচা ঘাট মৎস্য আড়তে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম, কোস্টগার্ডের পাটুরিয়া বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার জি এম আতাউর রহমান, আরিচা মৎস্য আড়ত সমিতির সভাপতি আকতার খান হিরু ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মৎস্য আড়তের সব মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা প্রধান অতিথি বক্তব্যে বলেন, ‘ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণসহ সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। ইলিশ বেড়ে উঠার পথে কোনোভাবেই যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য যা যা করা দরকার আমরা করবো। জাটকা আহরণ বন্ধকালে ইলিশ আহরণে জড়িতদের যাতে সমস্যা নয়, সেজন্য তাদের সহায়তা দেওয়া হয়েছে। বরফ কলের মালিকদেরকে লাইসেন্স নেওয়ার পরামর্শ দেন তিনি। ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখতে হবে এবং আড়তকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেন তিনি।’
সুমন হোসেন/এনএ

