Logo

সারাদেশ

প্রচন্ড শীতের রাতে মাদরাসায় কম্বল নিয়ে ছুটে গেলেন নারী ইউএনও

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৪২

প্রচন্ড শীতের রাতে মাদরাসায় কম্বল নিয়ে ছুটে গেলেন নারী ইউএনও

দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাগুরা জেলায় জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ। শীতের এই তীব্রতায় তাদের কষ্ট লাঘবে কম্বল নিয়ে ছুটে যাচ্ছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের মাদ্রাসা মুন্নাওয়ারা আল ইসলামিয়া আল খাইরিয়া ও মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় গিয়ে এতিম, দুস্থ ও গরিব শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

জানা গেছে, অফিসের দাপ্তরিক কাজ শেষ করেও প্রচণ্ড শীতের রাতে নিজ উদ্যোগে মাঠে নেমে শীতার্ত মানুষের কাছে কম্বল পৌঁছে দিচ্ছেন ইউএনও মেহেরুন্নাহার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে পাওয়া কম্বল তিনি নিজে উপস্থিত থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মাদ্রাসা ও গ্রামে বিতরণ করছেন।

এ বিষয়ে ইউএনও মেহেরুন্নাহার বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে পাওয়া কম্বল প্রত্যন্ত এলাকার মাদ্রাসায় গিয়ে দুস্থ, এতিম ও গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। সামনে সদর উপজেলার বিভিন্ন গ্রামে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের বরাদ্দ থেকে পাওয়া কম্বলও বিতরণ করা হবে। শীতার্ত মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

স্থানীয়দের মতে, চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম হলেও প্রকৃত অসহায়দের কাছে কম্বল পৌঁছে দিতে প্রশাসনের এমন মাঠপর্যায়ের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বিশেষ করে একজন নারী প্রশাসক হিসেবে প্রচণ্ড শীতের রাতে গ্রামে গ্রামে গিয়ে কম্বল বিতরণ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

তাছিন জামান/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউএনও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর