Logo

সারাদেশ

১৮ কোটি মানুষ ভোটের অপেক্ষায় : ড. মঈন

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩

১৮ কোটি মানুষ ভোটের অপেক্ষায় : ড. মঈন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অধিকার ফিরে পেতে এখন ১৮ কোটি মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিনের অপেক্ষায় রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনই হবে দেশে গণতান্ত্রিক উত্তরণের দিন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নরসিংদী-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, একটি ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন ধরে জনগণের কাঁধে চেপে বসে দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে।

বিএনপি একটি উদার, গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকারে বিশ্বাস করে। জনগণের ইচ্ছা ও সুষ্ঠু ভোটের মাধ্যমে যখন একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হবে, তখনই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

একই দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নরসিংদী-২ আসনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দেন ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ।

মো. বেলায়েত হোসেন/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর