Logo

সারাদেশ

যশোরে বাবার ভ্যানে খেলা করতে গিয়ে শিশুর মৃত্যু

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯

যশোরে বাবার ভ্যানে খেলা করতে গিয়ে শিশুর মৃত্যু

যশোর বসুন্দিয়ার খোলাডাঙ্গায় ইঞ্জিনচালিত ভ্যানে খেলা করার সময় দুর্ঘটনাবশত এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রুহান (৫)। সে রবিউল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রুহানের বাবা বাজার থেকে ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি এসে চাবিসহ ভ্যানটি রেখে পাশের দোকানে যান। এ সময় শিশু রুহান খেলা করার একপর্যায়ে অসাবধানতাবশত ভ্যানের হ্যান্ডেলে হাত দিলে সেটি চলতে শুরু করে এবং একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে রুহান ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুহান সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে মৃত্যুবরণ করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তরের জন্য মর্গে রাখা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সামান্য অবহেলার কারণে এক শিশুর প্রাণ হারানোর ঘটনায় পরিবার গভীর দুঃখের মধ্যে রয়েছে।

শহিদ জয়/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর