Logo

সারাদেশ

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপুর মনোনয়নপত্র দাখিল

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:২০

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপুর মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে তিনি মনোনয়নপত্র হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের আগে মুড়াপাড়া শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মনোনয়ন দাখিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিপুল ভোটে বিএনপি বিজয়ী হয়ে জাতীয় সংসদে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে নির্বাচনি কার্যক্রমে নেতৃত্ব দিতে পারেন, সবার কাছে সেই দোয়া চাই।’

এন বি আকাশ/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর