বরিশাল-১ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র জমা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:২৯
ছবি : বাংলাদেশের খবর
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও এক স্বতন্ত্র প্রার্থী—সর্বমোট চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন ও দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান মনোনয়নপত্র জমা দেন। বিকেল সাড়ে তিনটায় জাতীয় পার্টির প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া দুপুর একটার দিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান মনোনয়নপত্র জমা দেন। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বিকেল চারটার দিকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য সত্য বলে নিশ্চিত করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশাল-১ আসনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা যায়নি।
এস এম মিজান/এআরএস

