ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী প্রত্যাহার, এবি পার্টির মঞ্জুকে সমর্থন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৬
ছবি : বাংলাদেশের খবর
ফেনী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী তার প্রার্থী প্রত্যাহার করে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে করে দীর্ঘদিন ধরে এই আসনে সক্রিয় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবারও নির্বাচন থেকে বঞ্চিত হলেন।
জামায়াতের নেতৃত্বাধীন জোটের ঘোষণার পর রোববার লিয়াকত আলী ভূঁইয়ার নির্বাচনে না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে জামায়াতের কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিয়াকত আলী ভূঁইয়াকে বাদ দিয়ে মঞ্জুকে আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন।
এ বিষয়ে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান বলেন, ‘ফেনীর এই জনপদে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন। মানুষের বিপদ-আপদ থেকে শুরু করে সব ধরনের সামাজিক ও পারিবারিক কার্যক্রমে তিনি ছুটে গেছেন। তাকে ফেনী-২ আসন থেকে প্রত্যাহার করায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ থাকলেও, আমরা সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে বৃহত্তর ঐক্যের জন্য আনুগত্য প্রকাশ করব।’
এরই ধারাবাহিকতায় ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
এমরান পাটওয়ারী/এআরএস

