Logo

সারাদেশ

টিউবওয়েলের পানি পানে অচেতন এক পরিবারের ৫ সদস্য

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২

টিউবওয়েলের পানি পানে অচেতন এক পরিবারের ৫ সদস্য

টাঙ্গাইলের মির্জাপুরে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ৫ সদস্য অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন হওয়া ওই ৫ জন মির্জাপুরের একাধিক চিকিৎসালয়ে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে ওই বাড়ির টিউবওয়েলের পানিতে চেতনা নাশক কোনো দ্রব্য মেশানোর ফলে এই ঘটনার সূত্রপাত। তবে স্থানীয়দের ধারণা দিনের বেলায় ঘটনাটির কারণে তাদের বাড়িতে কোনো জিনিসপত্র খোয়া যায়নি।

এ ঘটনায় অসুস্থরা হলেন, ইউসুফ মিয়া (৫৮), ছেলে ইমন মিয়া (২২), ছোট ভাইয়ের স্ত্রী সুমি আক্তার (৩২), ভাতিজি মৌ আক্তার (১৪) ও মাহি আক্তার (৭)।

দুল্যা মনসুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন সকালের খাবারের সঙ্গে ওই পানি পান করলে কিছুক্ষণের মধ্যে সবাই অজ্ঞান হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতাল ও অন্য একটি ক্লিনিকে ভর্তি করেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘পানিতে স্বাভাবিকভাবে এমন কোনো উপাদান থাকেনা যা মানুষকে অচেতন করে ফেলে। নিশ্চয়ই পানিতে নেশা জাতীয় কোনো দ্রব্য মেশানোর ফলেই এমনটি ঘটেছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংবাদ পেয়ে আহতদের খোঁজ নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাব্বি ইসলাম/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর