Logo

সারাদেশ

গাজীপুর-৩ আসনে বিএনপি-জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

গাজীপুর-৩ আসনে বিএনপি-জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময় শেষ হয়েছে। শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা আমির ড. জাহাঙ্গীর আলম তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এরপর ইসলামী ঐক্য জোটের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে নির্বাচন অফিস প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩ আসনে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। একই সঙ্গে ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে। যাচাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, গাজীপুর-৩ সংসদীয় আসনটি শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও জনবহুল এই আসনে এবারের নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন। একটি পৌরসভা, দুটি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর