নীলফামারী-১ আসনে জোট প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দীর মনোনয়নপত্র জমা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৫২
ছবি : বাংলাদেশের খবর
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিনে দুপুরে তার নিজ জন্মস্থান ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শায়লা সাইদ তন্বীর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তবে বিএনপির কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন না।
মনোনয়নপত্র জমা শেষে আফেন্দী সাংবাদিকদের বলেন, ‘আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে নির্বাচনে অংশ নিচ্ছি। আল্লাহ চাইলে বিজয়ী হবো।‘
তিনি প্রতিশ্রুতি দেন যে, বিজয়ী হলে জনগণের অধিকার পুরোপুরি নিশ্চিত করা হবে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ গঠন করা হবে। এছাড়া শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণে কলকারখানা স্থাপন এবং সরকারি বরাদ্দ সুষ্ঠু বণ্টনেরও অঙ্গীকার করেন তিনি।
উল্লেখ্য, এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তাকে মনোনয়ন না দেওয়ায় গত এক সপ্তাহ ধরে ডোমার ও ডিমলায় বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তারা জোটপ্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে বয়কট এবং তার বাড়ি ঘেরাওয়ের কর্মসূচিও ঘোষণা করেছেন।
এআরএস

