ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৫
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব প্রমুখ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আজ আমরা জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে মনোনয়নপত্র জমা দিলাম। ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় আছেন। আমরা বিশ্বাস করি, যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হয়, তবে এই আসনের সচেতন মানুষ ধানের শীষের পক্ষে গণবিপ্লব ঘটাবে।’
মিয়া রাকিবুল/এআরএস

