Logo

সারাদেশ

নওগাঁর দুটি আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫

নওগাঁর দুটি আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার দুটি আসনে বিএনপির দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী একরামুল বারী টিপু এবং নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, খাইরুল ইসলাম গোল্ডেন, শফিউল আজম ভিপি রানা, সাবেক যুবদল আহ্বায়ক বায়েজিদ হোসেন পলাশসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর একরামুল বারী টিপু বলেন, ‘বিএনপি গণমানুষের দল। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা কখনো আপস করিনি। দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল।’

অন্যদিকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মনোনয়নপত্র জমা শেষে নেতারা একটি শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর