ফরিদপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মো. বদর উদ্দিন, টিম অঞ্চল সদস্য শামসুল ইসলাম আল বরাটি, জেলা নায়েবে আমির আবু হারিস মোল্লা, জেলা সেক্রেটারি এস এম আবুল বাশার এবং পৌরসভা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে প্রফেসর আবদুত তাওয়াব বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের সমর্থনে বিজয়ী হতে পারবেন।
নির্বাচিত হলে ফরিদপুর-৩ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি জানান, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসেবা, রাস্তাঘাটের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের দাবি জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অপূর্ব অসীম/এআরএস

