কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী কাজলের মনোনয়ন দাখিল
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানের সময় লুৎফুর রহমান কাজলের সঙ্গে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা মাঠে নেমেছি। সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে এই আসনে ধানের শীষের জয় সুনিশ্চিত।’
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কক্সবাজার-৩ আসনে লুৎফুর রহমান কাজলের প্রার্থিতা ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, লুৎফুর রহমান কাজল ইতিপূর্বে এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার সদর, রামু এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত এই বৃহৎ নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা এবং ধানের শীষ প্রতীকের আবেদন নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে।
কামাল শিশির/এআরএস

