Logo

সারাদেশ

বিএনপি হিন্দুত্ববাদ ও ইসলামের নামে রাজনীতি করে না : সাবেক এমপি তুহিন

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪

বিএনপি হিন্দুত্ববাদ ও ইসলামের নামে রাজনীতি করে না : সাবেক এমপি তুহিন

নীলফামারীতে সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ‘আমরা হিন্দুত্ববাদী রাজনীতিতে বিশ্বাস করি না, কেউ ইসলামের নামে রাজনীতি করুক সেটাও চাই না। ‘ধর্ম যার যার রাস্ট্র সবার’ এই নীতিতে বিশ্বাস করেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে গণ মানুষের সাথে কাজ করতে চাই।’

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নীলফামারীর প্রেসক্লাবের ফজলুল হক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিন সাংবাদিকদের উদ্দেশ্য করেন বলেন, ‘আপনারা সত্যকে সত্য, অন্যায়কে অন্যায় বলেন, এতে কোনো আপত্তি নেই। হ্যাঁ আপনারা নেগেটিভ নিউজও করবেন সেটার যেন সত্যতা থাকে। অন্যায়কারী যে দলেরও হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আমরাতো মানুষ ভুল করতেই পারি। তবে অপপ্রচার করেন না।

তিনি বলেন, ‘শিক্ষার ওপর জোর দেই, কর্মের পরিধি বৃদ্ধি করি। মেয়েদের ভাগ্য উন্নয়নে কাজ করি। মেয়েরাই দেশের ভবিষ্যৎ। আমি শান্তির পক্ষে ন্যায়ের পক্ষে। আমরা দেশের কাজে আত্মনিয়োগ করি। নীলফামারী জেলার উন্নয়নের পক্ষে কাজ করতে চাই। আপনারা আমার সাথে থাকেন, যেখানে কথা বলতে হয় আমি বলবো।’

তিনি আরও বলেন, ‘এমপি মন্ত্রী হলে আমাদের দেশের সবাই বলে আমাদের রাস্তার দরকার অমুক দরকার, আচ্ছা বলেনতো এটা কি একজন এমপির কাজ। এমপি হলেন একজন ‘ল’ মেকার। এমপির কাজতো রাস্তাঘাট করা না। আমাদের দেশের সংস্কৃতিটাই আবর্তিত হয়েছে উনি এসে উন্নয়ন করবে। কারণ আমাদের সরকার সমভাবে সবকিছু বণ্টন করেন না। তারা হলেন আইন প্রণেতা। যে আইন করলে মানুষের উপকার হবে তারা সেই কাজটা করে থাকেন।’

নীলফামারী প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক নুর আলম। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল্লাহ রুবেল, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি সোয়েল পারভেজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী প্রমুখ।

তৈয়ব আলী সরকার/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর