কুমিল্লা-৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াছিনের মনোনয়ন জমা
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৬
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা-৬ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে হাজী আমিনুর রশিদ ইয়াছিনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত ব্যক্তিরা জানান, হাজী আমিনুর রশিদ ইয়াছিন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ এবং দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
সমর্থকদের মতে, কুমিল্লার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে এগিয়ে নিতে হাজী ইয়াছিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তারা বলেন, তিনি নির্বাচিত হলে কুমিল্লার সার্বিক পরিবর্তনে কাজ করবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন।
মনোনয়নপত্র জমা শেষে হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, ‘কুমিল্লাবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করছি।’
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কুমিল্লাবাসীর প্রতি ভোটকেন্দ্রে গিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তার সমর্থকরা। বিশেষ করে নতুন ভোটার ও তরুণ সমাজকে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা একজন সৎ ও জনবান্ধব প্রতিনিধির প্রত্যাশা করছেন। সেই বিবেচনায় হাজী আমিনুর রশিদ ইয়াছিনের প্রার্থিতা ইতিবাচকভাবে দেখছেন অনেকে।
এআরএস

