Logo

সারাদেশ

ভাঙ্গায় শতাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩

ভাঙ্গায় শতাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর জেলা মিনিবাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক সোবহান মুন্সী শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের সদরপুরের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা শহিদুল ইসলাম বাবুলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে রাজনৈতিকভাবে একাত্মতা ঘোষণা করেন।

যোগদান অনুষ্ঠানে সোবহান মুন্সী বলেন, ‘আমি দীর্ঘদিন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আজ থেকে আমি ওই পদসহ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।’

তিনি আরও বলেন, ‘শহিদুল ইসলাম বাবুলের সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ড আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণা থেকেই আমি তাঁর কাছে এসেছি। আমার মুন্সী বংশের অধিকাংশ মানুষ অনেক আগ থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার চাচা মরহুম মনি মুন্সী পৌর বিএনপির সভাপতি ছিলেন। বর্তমানে আমাদের বংশের প্রায় ৯০ শতাংশ মানুষ বিএনপির রাজনীতিতে সক্রিয়। পারিবারিক ও বংশীয় সিদ্ধান্ত অনুযায়ী আমিসহ আমার পরিবারের সবাই বিএনপিতে যোগদান করলাম এবং আজ থেকে বাবুল ভাইয়ের নেতৃত্বে বিএনপির রাজনীতি করবো।’

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওসমান মুন্সী ও রেজা মুন্সী, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, ভাঙ্গা কে এম কলেজের সাবেক ভিপি মিঠু মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ইমরান মুন্সী/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর