বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী এবং শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গোলাম রব্বানী বলেন, ‘গত ১৭ বছরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ জামায়াতে ইসলামিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। বগুড়াসহ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা জেলার সাতটি আসনেই বিজয় লাভ করব ইনশাআল্লাহ।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এখনো সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কার্যকর ভূমিকা রাখছে না। গ্রামগঞ্জে সন্ত্রাসীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় প্রশাসনকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’
তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা কামনা করেন।
জুয়েল হাসান/এআরএস

