যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রাণভোমরা : আসলাম চৌধুরী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ–পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা করেছে সীতাকুণ্ড উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
রোববার (২৮ ডিসেম্বর) ফৌজদারহাটস্থ্য তার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসলাম চৌধুরী বলেন, ‘যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রাণভোমরা। তারেক রহমানের ‘নতুন বাংলাদেশ’ ভাবনার কর্মযজ্ঞের বড় অংশই তরুণ সমাজকে কেন্দ্র করে আবর্তিত। বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে নির্ধারিত ৮টি কর্মসূচি বাস্তবায়নে তরুণ ও যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে ভোটারদের মন জয় করতে হলে বিনয়ী, সৎচরিত্রবান ও দায়িত্বশীল তারুণ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। সে জন্য যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে নিজেদের ইমেজ আরও সুসংহত ও ইতিবাচকভাবে গড়ে তুলতে হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, জহুরুল আলম জহুর, মো. মোরছালিন, আওরঙ্গজেব মোস্তফা, ইসমাইল হোসেন, জাহিদুল হাসান, সোলায়মান রাজ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, আসলাম উদ্দিনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোহাম্মদ জামশেদ আলম/এনএ

