Logo

সারাদেশ

দিনাজপুর-১ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল ইসলামের মনোনয়নপত্র জমা

Icon

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর)

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭

দিনাজপুর-১ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল ইসলামের মনোনয়নপত্র জমা

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপি সভাপতি মো. আমিরুল ইসলাম বাহার, কাহারোল উপজেলা বিএনপি সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, বীরগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম সেনা ও কাহারোল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নির্বাচনে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির নেতৃবৃন্দ।

মনোনয়ন দাখিল শেষে মনজুরুল ইসলাম বলেন, ‘দিনাজপুর-১ আসনের সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়ন নিশ্চিত করতেই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করব।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর