Logo

সারাদেশ

কুমিল্লা–৭ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র জমা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১

কুমিল্লা–৭ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র জমা

কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী বলেন, ‘চান্দিনার সাধারণ মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সমর্থন পেলে আমি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করব।’

দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, এবারের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীক কুমিল্লা–৭ আসনে উল্লেখযোগ্য সাড়া ফেলবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মধ্য দিয়ে আসনের নির্বাচনি প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা।

সোহাইবুল ইসলাম সোহাগ/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর