Logo

সারাদেশ

শ্রীপুরে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ভিক্ষুকের মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯

শ্রীপুরে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ভিক্ষুকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভিক্ষুকের নাম হারেস ওরফে বাঘা (৭০)। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের লাল পুকুরপাড় এলাকার বাসিন্দা নূর বক্সের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিকেলে হারেস ওরফে বাঘা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আতাউর রহমান সোহেল/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর